• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

বিবর্ণ আকাশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৪, ১২:০৫ AM / ৪১
বিবর্ণ আকাশ

এম এস ইসলাম আরজু

________________________________________________

আজ আকাশে মেঘের ভেলা
বড্ড ভাড়ি হয়ে আছে আকাশের বুকটা
হাজারো মানুষের না বলো কষ্ট গুলো
জমাট বেঁধে ভেসে বেড়াচ্ছে যেনো মেঘ হয়ে।

আজ আকাশের বুকচিরে কান্না
কষ্ট গুলো দানা বেঁধে ঝড়ছে
অসয্য যন্ত্রণা সয্য করতে না পেরে
বৃষ্টি হয়ে গড়িয়ে পড়ছে এই ভূ খন্ডে।

আজ আকাশ বেদনায় নীল
এ নীলের সাথে মিশে আছে
দুঃখ কষ্ট আহাজারি আর হা হা কার
বুকের মাঝে না পাওয়া অজানা ব্যথা ।

আজ আকাশে লাল আভার জমাট
এ যেনো লক্ষ শহীদদের রক্তের প্রবাহ ধারা
সালাম রফিক বরকত সহ আমার বাংলার
অধিকার ফিরিয়ে আনতে শহীদ বীরের তাজা রক্ত ।

আজ আকাশে ঝড় বইছে
এ যেনো বাংলা মায়ের আর্তনাদ
সন্তান হারা লাখো মা বাবার দীর্ঘশ্বাস
হায়নাদের প্রতি এক অভিশাপ।