মাহে আলম আখন, লালমোহন, ভোলা : বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতীবদের সমন্বয়ে গঠিত হয়েছে বদরপুর ইউনিয়ন ওলামা কাউন্সিল। ১ নভেম্বর ২০২৪ শুক্রবার ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ইসলামপুর বাজার জামে মসজিদে এই কাউন্সিলের মাসিক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ আবুল কাশেম।অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা জামসেদ হোসেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমীন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মো:আবি আবদুল্লাহ,মাওলানা আবু বকর, মাওলানা ফরিদ উদ্দিন, হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ, হাফেজ আবদুল্লাহ, হাফেজ মুফতী ওয়ালী উল্লাহ, মাওলানা আল আমিনসহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম।
সমাজে নানারকম অন্যায় অবিচার দূর করে শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় ইমাম ও ওলামায়ে কেরাম চেষ্টা অব্যহত থাকবে বলে সভায় উপস্থিত বক্তারা মতামত ব্যক্ত করেন। বদরপুর ইউনিয়নে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের মাঝে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম, তাই যখনই যেখানে মানবতা লঙ্ঘিত হয়েছে ইসলাম তখন সেখানেই মানবতার পক্ষে অবস্থান নিয়েছে,আগামীতেও ইসলামি আদর্শ বাস্তবায়নের মাধ্যমে মানুষের মাঝে শান্তি ও সমৃদ্ধি আনয়ন করা হবে বলে বক্তারা মতামত দেন।
আপনার মতামত লিখুন :