• ঢাকা
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

প্রানের ভয়ে দিরাইয়ের আজিজ পুলিশ সুপার বরাবরে অভিযোগ 


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৫, ১২:৫৮ AM / ২৩৯
প্রানের ভয়ে দিরাইয়ের আজিজ পুলিশ সুপার বরাবরে অভিযোগ 

সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের দিরাই পৌরসভা অসহায় দিন মজুর আজিজুল দিরাই থানা’র দ্বারে দ্বারে ঘুরেও তার ও তার পরিবারের উপর হামলা কারীদেরকে দিরাই থানা পুলিশ গ্রেফতার না করায় তিনি প্রাণের ভয়ে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেন৷ বৃহস্পতিবার বিকেল ৩ টায় সুনামগঞ্জ পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন দিরাই পৌরসভার আনোয়ারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে অসহায় দিনমজুর আজিজুল হক। অভিযোগে জানাযায় , সাবেক কাউন্সিল’র পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাসেম বাহীনির দ্বারা দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। গত ১৮ই নভেম্বর কোমলমতি শিশুদের খেলাধুলা নিয়ে সামন্য কথা-কাটাকাটি হলে কাউন্সিলর কাসেম, দানিয়েল সহ তার ভাই ভাতিজারা আজিজুলের ঘরে প্রবেশ করে আজিজুল সহ তার দুই খালার উপর অমানবিক নির্যাতন করেন৷ এ ঘটনায় নিরীহ আজিজুল সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি দিরাই থানায় রেকর্ড ভুক্ত হয়৷ সি আর মামলা নং ২০ কিন্তু আদালতের নির্দেশে দানিয়েল সহ পাচজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকলেও কাউন্সিলর কাসেম এর ভাই ভাতিজা হওয়ায় গ্রেফতার করতে নানা’ন অজুহাত দেখাচ্ছেন দিরাই থানা পুলিশ। পুলিশের অলসতার কারণে পাচ আসামির মধ্যে তিনজন আসামী সুনামগঞ্জ জেলা আদালতে জামিন নিয়ে আসেন। কিন্তু এই জামিন আজিজুল হকে’র কাল হয়ে দাড়িয়েছে। কাউন্সিলর কাসেমের দুই ভাই জামিন পেতে না পেতেই আবার শুরু হয় আজিজুলের উপর নারকীয় তাণ্ডব। এ মামলা জেল নং ১৮৩/২৪: উল্লেখযোগ্য আসামী দানিয়েল ও তার ভাই আবুল কালাম দিবালোকে থানা পয়েন্টেস্থ পুলিশের নাকের ডকার উপর দিয়ে ঘুরে বেড়ালে অদৃশ্য কারণে গ্রেফতার করছেন না দিরাই থানা পুলিশ। আসামিরা গ্রেফতার না হওয়াতে আজিজুল ও তার মানিতে সাক্ষীদের উপর শুরু করেছে আবার ও নির্যাতন। অভিযোগকারী আজিজুল জানায়, আমরা নিরীহ মানুষ । কাসেম কাউন্সিলরের ভাই ভাতিজা প্রভাবশালী মানুষ হওয়াতে তাদের নির্যাতন আমাদের উপর চলছে দিনের পর দিন,। আমি জেলা ম্যাজিষ্টেট আদালতে ৫ জনকে আসামী করে মামলা করলে আদালত আসামীদেরকে গ্রেফতার করতে ২০/১১/২৪ ইং তারিখে আদেশ প্রদান করলেও দিরাই থানা পুলিশ এখনও আমার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি। এ মামলা’র আসামী দানিয়েল ও তার ভাই আবুল কালাম থানা এলাকায় ঘুরলেও গ্রেফতার করতে রাজি নন পুলিশ। তারা পুলিশের ধরা চোয়ার বাইরে থাকায় আমাদের উপর আবার নির্যাতন শুরু করছেন। আমি গরীব মানুষ,। নিরুপায় হয়ে জেলা পুলিশ সুপার মহোদয় বরবারে অভিযোগ দায়ের করেছি। এব্যাপারে পুলিশ সুপার আ,ফ,ম আনোয়ার হোসেন খান বলেন, আদালতের আদেশ থাকলে অবশ্যই পুলিশ আসামীদেরকে গ্রেফতার করবেন। তার পর ও আমি দিরাই থানা অফিসার ইনচার্জকে বলতেছি দোষীদেরকে ধৃত করতে।