
নিজস্ব প্রতিনিধি : মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে সমাপ্ত হলো ফাতেমা নুর জামে মসজিদ, পাগলা পুর্বপাড়া যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ১১ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল।
উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি হেদায়াতুল্লাহ খান আজাদী।
ফাতেমা নুর জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো : সুলতান আহম্মদ শিকদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো : মাজহারুল আলম মিথুন, ভুইয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর, তরুণ উদ্যোক্তা ফেরদৌস আলম ভুইয়া মিঠু প্রমুখ।
ফাতেমা নুর জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মো : মিরাজুল ইসলামের পরিচালনায় মাহফিলে কোরআন হাদিসের আলোকে ওয়াজ নসিহত করেন নারায়ণগঞ্জ জেলা মুজাহিদ কমিটির ইমাম কাম অডিটর আলহাজ্ব মুফতি সিরাজুল ইসলাম সিরাজী, আফসার করিম জামে মসজিদের খতীব মাওলানা মুফতি আবু তলহা মাদানী,হাফেজ ক্বারী সাইফুর রহমান।
আপনার মতামত লিখুন :