মোখলেছুর রহমান তোতা, ফতুল্লা : এস সি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি।
সোমবার ২০ মে সকালে স্কুলের অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো’: মনিরুল আলম সেন্টু।
সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার।
স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: শাহ আলম সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেলিনা সুলতানা, শিক্ষক প্রতিনিধি মো : আবু ফারুক, গোলজার হোসেন, রওশন আরা বেগম, অভিভাবক সদস্য মো: সাইফউদ্দিন সাহিন, মো: আনোয়ার হোসেন আনু,মো: আতিকুল ইসলাম খোকন, নুরনাহার, দাতা সদস্য মো: রেজাউল করিম প্রমুখ।
আলোচনা পর্ব শেষে স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে জিপিএ ফাইভ পাওয়া ১৭৩ জন কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে গলায় মেডেল পরিয়ে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা।
আপনার মতামত লিখুন :