নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : আইনী সহায়তার মাধ্যমে নৌযান শ্রমিক পলাশ শেখের বেতনের টাকা আদায় করে দিলেন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক) এর সভাপতি আনিছুর রহমান মাষ্টার।
জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে সচেষ্ট প্রান্তিক জনগোষ্ঠীর আইনী সহায়তা সহ মানবাধিকার রক্ষায় সেবা প্রদান করে যাচ্ছে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন।
প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ধারাবাহিক সেবা প্রদানে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক) এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ (বল্কহেড) ট্রলার নৌযান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ৪০৪৩ এর সাধারণ সম্পাদক আনিছুর রহমান মাষ্টার এর বরাবর এম ভি ইউরেকা -০২ জাহাজের স্টাফ মোঃ পলাশ শেখ একটি অভিযোগ দাখিল করেন, সেই অভিযোগের ভিত্তিতে আনিছুর রহমান মাষ্টার ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে এম ভি ইউরেকা -০২ জাহাজের স্টাফ মোঃ পলাশ শেখ এর বেতনের টাকা তাকে বুঝিয়ে দেয়া হয়। এসময় অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি শ্রমিক নেতা আলহাজ্ব মো. এডভোকেট হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :