
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে মামুন হোসাইন (৪২) নামের স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ভোরে ফতুল্লার পূর্বলালপুর রেললাইন এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই এ হত্যাটি সংঘঠিত হয়। নিহত মামুন হোসাইন ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক। সে ও-ই এলাকার মৃত সমন আলী বেপারী’র পুত্র।
মামুন’র মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান- ভোর পৌঁনে পাঁচটার দিকে তাকে বাসা থেকে মোবাইলে ফোনে কে বা কারা প্রতিষ্ঠানের সামনে ডেকে আনে। এ সময় হঠাৎ গুলি করে ২ যুবক পালিয়ে যায়। ও-ই সময় চোখে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মামুন। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান- হত্যার সাথে জড়িতদের সনাক্তের মাধমে গ্রেফতার করার লক্ষ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ভিডিও ধরেই তদন্ত আগাচ্ছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেড়ে এ হত্যাকান্ড সংঘঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন :