নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জে শাহীন ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর (বুধবার) সকাল সাড়ে ৯টায় শহরের কালিরবাজারে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষার্থীদের মাঝে মেধাভিত্তিতে এ পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল হোসেন পটলের সভাপতিত্বে এবং শাখা পরিচালক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- আদর্শ স্কুল এর সভাপতি মো. শহিদুর রহমান (শহিদ বাঙ্গালী), বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব শাহাবুদ্দিন খন্দকার, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটির কার্যকরি সভাপতি মো. খাজা ইরফান আলী, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব ও শাখা পরিচালক মো. সোহেল রানা।
এছাড়া অভিভাবকদের পক্ষে উপস্থিত ছিলেন – সাইফুজ্জামান বাবু, বিশিষ্ট সঙ্গীত পরিচালক আমজাদ হাসান ও নূরে আলম মাসুদ।
ভিডিও সংবাদটি দেখতে ক্লিক করুন –
আপনার মতামত লিখুন :