• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

না.গঞ্জে শামীম ওসমান ও সালাউদ্দিন খোকা মোল্লা সহ ৯ জনের মনোনয়ন বৈধ


প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৩, ১০:৫৮ PM / ২১১
না.গঞ্জে শামীম ওসমান ও সালাউদ্দিন খোকা মোল্লা সহ ৯ জনের মনোনয়ন বৈধ

মোখলেছুর রহমান তোতা, নারায়ণগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সফল সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমান ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব সালাউদ্দিন খোকা মোল্লা সহ ১১ জন প্রার্থীর মধ্য থেকে ৯ জনের মনোনয়ন পত্র বৈধ ও ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা।

সোমবার ৪ ডিসেম্বর যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ১১ জন প্রার্থীর মধ্য ৯ জনের মনোনয়ন বৈধ এবং ২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

বৈধ ৯ জন প্রার্থীরা হলেন- বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান (আওয়ামী লীগ), মো. সৈয়দ হোসেন (সমাজতান্ত্রিক দল জাসদ), মো. আলী হোসেন (তৃণমূল বিএনপি), মো. মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি), মো. ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি), মো সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. হাবিবুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ),মো. শহীদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি),গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস)।