• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

না.গঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ৯:৫১ PM / ২১৮
না.গঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা

জাহাঙ্গীর হোসেন : সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও পরিবার কল্যাণ সহকারি, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারগণের অংশগ্রহণে নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (২৫-৩০ নভেম্বর) উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সকালে সদর উপজেলা ইউএনও সভাকক্ষে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ,তা,ম বোরহান উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস, উপজেলা প্রকল্প প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব।

উপজেলা মেডিকেল অফিসার (এম,সি,এইচ,এফ,পি) ডা. জাফরীন যোবায়রা সুরভী’র সঞ্চালনায় সভায় সদর উপজেলার সকল দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।