• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে দিনব্যাপী বসন্ত মেলায় নারী উদ্যোক্তা ইমার আকর্ষণীয় পন্যের বাহার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ৯:৫১ PM / ২৪৫
নারায়ণগঞ্জে দিনব্যাপী বসন্ত মেলায় নারী উদ্যোক্তা ইমার আকর্ষণীয় পন্যের বাহার

সোনিয়া দেওয়ান প্রীতি : বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বসন্ত মেলায় নারী উদ্যোক্তা ইমা শেখ ইমুর বাহারী খাবারের স্টল ক্রেতাদের দৃষ্টি আকর্ষন করেছে।

১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বসন্ত মেলায়

ইমা শেখ ইমুর স্টলে ছিল ডাবের পিডিং, মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী নকশি পিঠা, বিবিখানা পিঠা, চিকেন বল, পেস্ট্রি কেক, জর্দা, চিকেন মোমো, ফুল, ব্লক, হস্তশিল্পের থ্রিপিস সহ হরেক রকমের পণ্য। যা মেলায় আগত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ইমা শেখ ইমু বলেন- আমি নিয়মিত বাসায় তৈরি খাবার অনলাইনে সেল দিয়ে থাকি। এছাড়া বিভিন্ন ইনডোর-আউটডোর মেলায় স্টল নিয়ে নিজস্ব হাতে তৈরি খাবার সহ নানা ধরনের পন্য বিক্রি করে থাকি।

তিনি আরও বলেন- এই ধরনের মেলার আরও বেশি বেশি আয়োজন করলে আমাদের মত উদ্যোক্তারা তাদের ব্যবসার আরও বেশি পরিচিতি ও প্রসার বাড়বে।