• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ছাত্র-পুলিশ সংঘর্ষ চলছে


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৪, ২:০১ PM / ২০৯
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ছাত্র-পুলিশ সংঘর্ষ চলছে

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জে কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। তাদের সংঘর্ষে শহরের চাষাড়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। এসময় কোটাবিরোধী শিক্ষার্থীরা পুলিশের জলকামান, সজোয়া যান ও কাভার্ডভ্যান ভাঙচুর করেছে।

এর আগে বেলা ১১টা থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়। সেইসঙ্গে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হলে দুপুরে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীরা পুলিশের জলকামান, সজোয়া যান ও কাভার্ডভ্যান ভাঙচুর করে। পরে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদের হাতে লাঠিসোটাও দেখা গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।