• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

নওগাঁয় পত্নীতলা বিজিবির অভিযানে ৫১৩ বোতল ফেনসিডিল উদ্ধার


প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৫, ১২:২৮ AM / ৫৩
নওগাঁয় পত্নীতলা বিজিবির অভিযানে ৫১৩ বোতল ফেনসিডিল উদ্ধার

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর কড়িয়া বিওপি সীমান্তে বিজিবির অভিযানে ৫১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ১৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- মঙ্গলবার (৯ এপ্রিল) রাত আনুমানিক আড়াইটার দিকে কড়িয়া বিওপির ২৭৭/৬-এস পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালী পাড়া গ্রামস্থ মাঠের মধ্যে অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ০২টি সিম কার্ডসহ এক চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃত চোরাকারবারীর নাম নাসিম হোসেন (২৫)। সে জয়পুরহাটের কড়িয়া এলাকার রামকৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। বিজিবি বলছে অভিযানের সময় নাসিম আটক হলেও সঙ্গে থাকা আরও ৩২ চোরাকারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আটককৃত ব্যক্তি ও পলাতক চোরাকারবারিদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে নওগাঁর ধামইরহাট সিমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০ পিস Buprenophine ইনজেকশনসহ এক চোরাকারবারীকে আটক করে বলে একই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ১৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। বিজ্ঞপ্তিতে তিনি জানান, মঙ্গলবার (০৯ এপ্রিল) ভোর ৪টায় বস্তাবর বিওপির নেতৃত্বে ২৬৩/১-এস পিলারের কাছে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু গ্রামের টুটিকাটা খাড়ির ব্রীজের উপর অভিযান পরিচালনা করা হয় এসময় আকরাম বাবু (২৬) নামে এক চোরাকারবারিকে আটক করে বিজিবি। আটককৃত আকরাম বাবু নওগাঁর ধামইরহাট থানার মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে। বিজিবি বলছে- এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ১৪ বিজিবির অধিনায়ক (পত্নীতলা ব্যাটালিয়ন) লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান- নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।