• ঢাকা
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

নওগাঁয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন


প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৫, ৯:৩৯ PM / ১১১
নওগাঁয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি : তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উত্তরের সীমান্ত ঘেঁষে নওগাঁর সাপাহার সরকারি ডিগ্রি কলেজে ইতিহাসের প্রথমবারের মত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সাপাহার সরকারি ডিগ্রী কলেজ মাঠে সাপাহার সরকারি কলেজ এর দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহব্বায়ক এস.এম শামীম আল মামুন এর সভাপতিত্বে কলেজের বিভিন্ন ডিপাটমেন্ট এর সমন্বয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোহা: নাজির উদ্দিন।

অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজ এর গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মোস্তাফিজুর রহমান, সাপাহার সরকারি কলেজ বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজ শিক্ষক পরিষদ এর সম্পাদক মুহা আল-হেলাল,গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদ এর যুগ্ন সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

এসময় অত্র কলেজ এর বিভিন্ন বিভাগের প্রভাষক ও কলেজ এর ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।