
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি (শনিবার) বিকেল ৪টায় উপজেলা সদর নজিপুর পাবলিক মাঠে উক্ত ফুটবল খেলার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল ইসলাম বাবু।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নওগাঁ জেলা শাখার সভাপতি আবু তাহের চৌধুরী মন্টুর সভাপতিত্বে এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন- নওগাঁ-২ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো: খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।
এসময় বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন- নজিপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আনোয়ার হোসেন, নজিপুর পৌর বিএনপি যুগ্ম আহবায়ক এম.আর মোস্তফা, পাটিচরা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সামাদ, আমাইড় ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সবুর খাঁন, উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমী আখতার, মৌ আক্তার প্রমুখ।
এসময় পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মি এবং ফুটবল খেলার দর্শকরা উপস্থিত ছিলেন।
খেলায় পত্নীতলা উপজেলা একাদশকে ০১-০২ গোলে পরাজিত করে ধামইরহাট উপজেলা ফুটবল একাদশ বিজয়ী হন। পরে অতিথিরা বিজয়ী দল ও পরাজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন।
আপনার মতামত লিখুন :