
নিজস্ব প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে তারেক রহমান যুব পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটি।
১৯ জানুয়ারী(রোববার) দিনব্যাপী জেলার প্রতিটি থানা এলাকায় শহীদ জিয়ার জন্ম বার্ষিকীর সাথে মিল রেখে ৮৯টি গাছের চারা রোপন করে এই কর্মসূচী পালন করা হয়।
এদিন বেলা ১১ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন দেলপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিজ হাতে গাছের চারা রোপন করে এই কর্মসূচীর উদ্বোধন করেন তারেক রহমান যুব পরিষদ জেলা কমিটির সভাপতি মীর মোহাম্মদ নয়ন। পর্যায়ক্রমে ফতুল্লা রেল স্টেশন, নারায়ণগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়, নারায়ণগঞ্জ হাই স্কুল ও কাশিপুরের বিভিন্ন এলাকা সহ বিভিন্ন থানা এলাকায় স্থানীয় নেতৃবৃন্দরা বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেন।
কর্মসূচীর উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সভাপতি মীর মোহাম্মদ নয়ন বলেন, আজ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন একজন সফল রাষ্ট্র নায়ক। তনি তার নীতি আদর্শ ও ভালোবাসা দিয়ে দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছেন। আজ তার ৮৯ তম জন্মদিনে জেলার প্রতিটি থানায় ৮৯টি করে বৃক্ষ রোপন করে আমরা তাকে স্মরণ করে দিনটিকে স্মরনীয় করে রাখতে চাই। এই নেতার নীতি আদর্শের কারনে ফ্যাসিষ্ট আওয়ামী সরকার বিগত ১৭ বছর হাজারো চেষ্টা করেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্মূল করতে পারে নাই, উল্টো তারাই তাদের কৃতকর্মের কারনে দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং আমাদেরও শহীদ জিয়ার মত নীতি, আদর্শ, ভালোবাসা ও সামাজিক কাজ কর্মের মধ্য দিয়ে মানুষের মন জয় করতে হবে। সাধারণ মানুষ কষ্ট পায়, এমন কোন কাজ করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারুণ্যের অহংকার এবং আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানও বার বার এমন নির্দেশনা দিচ্ছেন। সুতরাং আমরা সবাই যেন তার নির্দেশ মেনে চলি।
বৃক্ষ রোপনকালে উপস্থিত ছিলেন- তারেক রহমান যুব পরিষদ জেলা কমিটির সভাপতি মীর মোহাম্মদ নয়ন, সাধারণ সম্পাদক আল মামুন, সহ সভাপতি গোলাম মর্তুজা মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. খোকন মিয়া, কতুবপুর ইউনিয়ন কমিটির আহ্বায়ক মো. আজিজ পাশা, ফতুল্লা থানা শ্রমিক দলের যুগ্ন সম্পাদক শেখ পলাশ, ফতুল্লা ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ফতুল্লা থানা তাতী দলের সাধারণ সম্পাদক হানিফুর রশিদ ইমন, নারায়ণগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ভূইয়া, মহানগর যুবদল নেতা জাহিদ হোসেন রাজন, মহানগর ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন ইমন প্রমুখ।
আপনার মতামত লিখুন :