• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

তামিম ইকবালের অবস্থা অপরিবর্তিত


প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৫, ১১:৫৪ PM / ১১২
তামিম ইকবালের অবস্থা অপরিবর্তিত

ঢাকারনিউজ : সোমবার (২৪ মার্চ) হঠাৎ বিকেএসপি ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগে মোহামেডান ও শাইনপুকুরের মধ্যকার খেলা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পরেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ২২ মিনিট ধরে টানা সিপিআর, ৩ বার ডিসি শক লেগেছে। হার্ট কয়েকবার পুরো কাজ করা বন্ধ করে দিয়েছিল। পরে তার জ্ঞান ফেরে।

এদিকে রাত ১০টার দিকে খোঁজ নিয়ে জানা যায়, তামিম ইকবালের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি তখনো ঘুমাচ্ছিলেন।

তামিমের বন্ধু, সাংবাদিক মিনহাজউদ্দীন খান মুঠোফোনে জানান, তামিম ইকবালের পুরো পরিবার-মা, স্ত্রী ও ভাই নাফিস ইকবাল এখনো সাভারের কেপিজে হাসপাতালেই অবস্থান করছেন।

মিনহাজ আরও জানিয়েছেন, আজ সোমবার রাতে তামিম ইকবালের পরিবার-পরিজন, বিশেষ করে মা, স্ত্রী আয়েশা ও বড় ভাই নাফিস ইকবাল তার কাছাকাছি থাকবেন।

সবার যদি রাতে কেপিজে হাসপাতালে জায়গা না হয়, সেক্ষেত্রে বিকেএসপিতে থাকারও ব্যবস্থা করা হয়েছে। বিকেএসপি থেকে কেপিজে হাসপাতাল মিনিট বিশেকের পথ।

এর আগে সাভারের বিকেএসপি ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগে মোহামেডান ও শাইনপুকুরের মধ্যকার খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টস করে এসে দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনকে তামিম বলেন, আমার খুব খারাপ লাগছে। বুকে ব্যথা করছে।

শিপনসহ সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা অবস্থা দেখে ধারণা করেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। কাল বিলম্ব না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। নেয়া হয় স্থানীয় কেপিজে (সাবেক ফজিলাতুন্নেছা) হাসপাতালে। সেখানে তাৎক্ষণিক তার এনজিওগ্রাম করে হার্টে ব্লক রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

একই সঙ্গে হেলিকপ্টারও ডেকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে নেয়ার জন্য। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় চেষ্টা করেও হেলিকপ্টারে তোলা যায়নি।

অবস্থা সংকটাপন্ন হওয়ায় কেপিজে হাসপাতালের সিসিইউতে নেয়া হয় তামিমকে। এরপর রাখা হয় লাইফ সাপোর্টে।