• ঢাকা
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

” তবুও তো জীবন কেটে যাচ্ছে “


প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৫, ১০:২৬ PM / ৬৮
” তবুও তো জীবন কেটে যাচ্ছে “

  গোলাম কবির 

__________________________________________________

বিষাদের নীল জ্যোৎস্নায় ভেসে যায়
হৃদয়ের উঠোন, নির্ঘুম শীতার্ত মধ্যরাতে
স্মৃতিরা ঝলসে ওঠে বারবিকিউর উৎসবে
ঝলসে ওঠা আস্ত খাশির রানের মতো!

ভালোবাসার পাশেই গুটিশুটি মেরে
শুয়ে থাকে অচেনা বর্ণিল কুমারী সাপ!

বিশ্বাসের সদর মোকামে ঠকঠক
করতে করতে ঝিমিয়ে পড়ি যখন ;
ঠিক তখনই কে জানি নিশ্চুপ গহীন রাতের
নীরবতা ভেঙে দিয়ে হো হো করে
দেঁতো হাসি হেসে ওঠে!

তবুও তো জীবন কেটে যাচ্ছে
হাঁপরের গনগনে উনুনে পোড়া কয়লার মতো,
এদিকে আমি তখনও গাইছি
” প্রমোদে ঢালিয়া দিনু মন “!