
ঢাকারনিউজ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ডেমরায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ১৫টি ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
তারা হলেন- মোহাম্মদ জাকির শিকারি (৩৫) ও মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া (৫০)।
সোমবার (২০ নভেম্বর) রাতে ডেমরার খাঁননগর এলাকার ওই পরিত্যক্ত বাড়ি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম হোসেন।
এএসপি শামিম হোসেন বলেন, নাশকতার জন্য বাড়িটিতে ককটেল তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। এছাড়া ওই বাড়িটিতে তল্লাশি করে এখন পর্যন্ত ১৫ টি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের বোম ডিস্পোজাল ইউনিট কাজ করছে। সেখানে ককটেল তৈরির সরঞ্জাম রয়েছে।
আপনার মতামত লিখুন :