ঠাকুরগাঁও প্রতিনিধি : অনলাইন প্লাটফর্মে আফরি এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম ও বিশ্ব ভিসা সেন্টার এর আয়োজনে “গোল্ড ডিগার” বা স্বর্ণ খননকারী শিরোনামে মিউজিক ভিডিও’র শুভ মুক্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
গীতিকার টি এইচ বকুলের লিখা ও এস আলী সোহেল এর সুর ও সংগীতে মিউজিক ভিডিওটিতে কন্ঠ দিয়েছেন বিশ্বনাথ রায় এবং এতে মডেল হয়েছেন বিশ্বনাথ রায় ও সুমি রহমান।
প্রযোজক আখলেকুর রহমান সাদি’র প্রযোজনায় ও পরিচালক আক্কাস আশরাফ বিন এর পরিচালনায় মিউজিক ভিডিওটির ট্রায়াল ইতিমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
মিউজিক ভিডিও’র কন্ঠশিল্পী ও মডেল বিশ্বনাথ রায় জানান, দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছি। দর্শকদের ভালোবাসা পেলে আগামীতে আরও ভালো ভালো মিউজিক ভিডিও তৈরীর ইচ্ছে রয়েছে।
প্রেস কনফারেন্সে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :