
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে এক নারীর শ্লীলতাহানি ঘটেছে। আর এই ঘটনায় ওই নারী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাযায়,ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুরের(ডেবাডাঙ্গা) মনি বর্মনের স্ত্রী পারুল বুধবার(২এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তার শয়নকক্ষে শুয়ে ছিল। এসময় একই এলাকার মৃত রফিকুলের ছেলে তাজিমুল(৩২) তার ঘরের দরজা ঠেলে ঘরে ঢুকে পড়ে ও পারুলকে জড়িয়ে ধরে। এসময় তাজিমুল তার স্পর্শকাতর বিভিন্নস্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় পারুলের ঘরে থাকা দশ হাজার টাকা ছিনিয়ে নেয়। অবস্থা বেগতিক দেখে পারুলের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাজিমুলকে ধরে ফেলে। পরে তাজিমুল সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। এব্যাপের স্থানীয়রা ভুক্তভোগী পরিবারের উপর চাপ সৃষ্টি করছে মিমাংসা করার জন্য বলে জানাযায়।
পরে বুধবার(৯এপ্রিল) পারুল ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান বলেন,লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :