• ঢাকা
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে বোমা থাকার সন্দেহে মেহগনি বাগান ঘিরে রেখেছে যৌথবাহিনী


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৫, ১০:০৪ PM / ৩২
ঝিনাইদহে বোমা থাকার সন্দেহে মেহগনি বাগান ঘিরে রেখেছে যৌথবাহিনী

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বোমা থাকার সন্দেহে একটি মেহগনি বাগান ঘিরে রেখেছে যৌথবাহিনী। বাগানটির মালিক বাদশা সিরাজী। সোমবার সকাল থেকেই সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ অভিযান চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গোপন সূত্রে খবর পেয়ে কোড়াপাড়া গ্রামের জনৈক মিরাজুলের মেহগনি বাগানে অভিযান চালায়। সেখানে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হয়ে যশোর সেনানিবাসে বোমা নিষ্ক্রিয় ইউনিটকে সংবাদ দেওয়া হয়। বিকাল সাড়ে তিনটার দিকে বোম- ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, যৌথ বাহিনী আমাদের বিষয়টি জানিয়েছে। পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।