ঝিনাইদহ প্রতিনিধি : দেশের বিভিন্ন জেলায় বানভাসী মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করছে ঝিনাইদহ জেলা বিএনপি। মঙ্গলবার সকাল থেকে শহরের পায়রা চত্বরে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সেখানে শহরের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের কাছ থেকে খাদ্য দ্রব্য, জামাকাপড় ও ঔষধ সংগ্রহ করছে। সকাল থেকে বিকাল পর্যন্ত তারা এ ত্রাণ সংগ্রহণ করেন। আগামী ৩ দিন ত্রাণ সংগ্রহ শেষে জেলা বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। কর্মসূচীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি এ্যাড মুন্সী কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএনপির নেতাকর্মীরা জানায়, ৩ দিন নগদ টাকা বাদে খাদ্যদ্রব্য, জামাকাপড়, ঔষধসহ নানা উপকরণ আমরা সংগ্রহ করছি। ৩ দিনে যা সংগ্রহ হবে সেই সাথে বিএনপির নেতাকর্মীরা দিয়ে ৩ দিন পর আমরা বন্যাদুর্গত এলাকার মানুষের কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসব।
আপনার মতামত লিখুন :