• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

ঘাতক, তুমি বাংলা ছাড়ো


প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৩, ১০:২৭ PM / ২০৫
ঘাতক, তুমি বাংলা ছাড়ো

বিপুল চন্দ্র রায়

_______________________________________________________

ঘাতক,তুমি বাংলা ছাড়ো

ঘাতকের কোন ঠাঁই নাই।

শোষণ-পীড়ন জেল জুলুম

বাঙ্গালী আমরা ভুলি নাই।

কত শতশত তাজা প্রাণ

নারীর ইজ্জতের বিনিময়

মুক্ত আকাশ মুক্ত আজি

বাঙ্গালীর বিজয় নিশান।

রক্তচোষা,তুমি বাংলা ছাড়ো

জোকের মত চুষে চুষে খেয়েছো

বাংলার মাটি বাতাস জল।

ঘাতক,তুমি বাংলা ছাড়ো।

ঠিকানা:

বিপুল চন্দ্র রায়

রাজারহাট -কুড়িগ্রাম

মোবাইল নম্বর :01856205856