• ঢাকা
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

কোনো কিছুই একদিন শেষ হয়ে যায় না


প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৪, ১:০৫ AM / ১৩৫
কোনো কিছুই একদিন শেষ হয়ে যায় না

 গোলাম কবির 

____________________________________________

কে বললো সবকিছুই
একদিন শেষ হয়ে যায়?

ভালোবাসা শেষ হয়ে গেলে
থেকে যায় তীব্র ঘৃণার উত্তাপ
ও দীর্ঘশ্বাসের লিলুয়া বাতাস!

নদী মরে গেলে থাকে
কচুরিপানায় পরিপূর্ণ শীর্ণ মরা খালের ওপর
কোথাও সবুজ ধানগাছের ঢেউয়ের দোলা,
তরমুজ ক্ষেতের সদ্য যুবতী হয়ে ওঠা
নারীর মতো বাড়ন্ত শরীর এবং
পরিত্যক্ত ঘাটের রমরমা দিনের স্মৃতি ও
গনগনে হাঁপরের টানের মতো শূন্যতা !

মানুষ মরে গেলে থেকে যায় তাকে নিয়ে
নানারকম স্মৃতির দূর্লঙ্ঘ ন্যাড়া পাহাড়,
চোখ ছলছল নদীর জল অবিরল !

যুদ্ধ শেষে থাকে অগণিত মৃত্যুর শোকজর্জর
হৃদয়ের কান্না আর পোড়ামাটির ধ্বংসস্তুপের
ওপর দাঁড়িয়ে থাকা
জনবসতি,মানবসভ্যতাকে উপহাস করা
আহত বিকলাঙ্গ পুরুষ, নারী ও শিশু সহ
বৃদ্ধ বয়সী মানুষ, মানুষীরা!

গাছেরা মরে গেলে থাকে
শিকড়সহ শুকনো ডালপালা এবং
ঝরে পড়া পাতাদের দীর্ঘশ্বাস!

বন্ধুত্ব শেষ হয়ে গেলে সৃষ্টি হয়
গভীর শত্রুতা ও অবিশ্বাসের ফনা তোলা সাপ!

এমনি করে কোনো কিছুই
একদম শেষ হয়ে যায় না!

কিছু না কিছু চিহ্ন থেকেই যায়,
রূপান্তর ঘটে কিছু কিছুর ভিন্ন রূপে ;
যেমন আগুনে সব পুড়ে গেলেও রয়ে যায় ছাই!