• ঢাকা
  • শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বিএনপির সমর্থন


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৪, ১২:১১ AM / ২৬৪
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বিএনপির সমর্থন

ঢাকারনিউজ : আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি।

বুধবার (১৭ জুলাই) রাত ১০ টায় দলের পক্ষ থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন রয়েছে। এতে দেশের আপামর জনসাধারণকে অংশ নেওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে।