• ঢাকা
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

আষাঢ় মাসে


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৪, ৩:৩৭ PM / ১৫৯
আষাঢ় মাসে

রেজাউল করিম রোমেল
———————————-
আষাঢ় মাসে বৃষ্টি পড়ে
টাপুর টুপুর বৃষ্টি পড়ে,
ঝর-ঝর-ঝর কল কলিয়ে বৃষ্টি পড়ে।
নদীর ঘাটে, খালে বিলে,
শহর পথে, গ্রামের পথে বৃষ্টি পড়ে।
টিনের চালে ঝন ঝনিয়ে বৃষ্টি পড়ে,
আষাঢ় মাসে বৃষ্টি পড়ে।

———————————————————
রেজাউল করিম রোমেল
রায়পাড়া, ইসমাইল কলোনি,
চাঁচড়া,যশোর, বাংলাদেশ।
মোবাইল -০১৭৬০-৮১৩৪৮৪।