• ঢাকা
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

আমিরাতে লটারিতে ৩ কোটি জিতলেন বাংলাদেশি মান্নান


প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৫, ১১:৩৮ PM / ৪৬
আমিরাতে লটারিতে ৩ কোটি জিতলেন বাংলাদেশি মান্নান

 

ডেস্ক রিপোর্ট : আরব আমিরাতে আবারও ভাগ্য খুলল আব্দুল মান্নান নামে এক প্রবাসী বাংলাদেশির। সম্প্রতি বিগ টিকিট লটারির সাপ্তাহিক ড্রতে ১০ লাখ দিরহাম বা প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা জিতেছেন তিনি।

আজ (২৯ জানুয়ারি) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে খালিজ টাইমস জানিয়েছে, লটারির ফলাফল জানার পর আব্দুল মান্নান আনন্দে অভিভূত হয়ে পড়েছিলেন। তিনি জানান, মনে হচ্ছিল, এটি কোনো স্বপ্নের মতো।

বর্তমানে তিনি সিদ্ধান্ত নেননি যে এই পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, তবে তিনি পরিকল্পনা করছেন এই অর্থ দিয়ে তাঁর ব্যবসা আরও সম্প্রসারিত করতে। আব্দুল মান্নান দীর্ঘ ২০ বছর ধরে আবুধাবিতে বসবাস করছেন এবং সেখানে নিজস্ব ব্যবসা চালাচ্ছেন। তিনি বিগ টিকিট লটারির প্রতি আগ্রহী হন ১০ বছর আগে, যখন তাঁর বন্ধুরা নিয়মিতভাবে লটারির টিকিট কিনতেন এবং তার অভিজ্ঞতা শেয়ার করতেন।

শুরুর দিকে, তিনি তার পাঁচজন বন্ধুদের সঙ্গে মিলে টিকিট কিনতেন, তবে পরে মাঝে মাঝে অংশ নিতে শুরু করেন। সম্প্রতি, তিনি দুটি টিকিট কিনেছিলেন এবং বিশেষ অফারের মাধ্যমে তিনটি বিনামূল্যে টিকিট পেয়েছিলেন। অবিশ্বাস্য হলেও, সেই বিনামূল্যে পাওয়া একটি টিকিট তাকে বিজয়ী করে তোলে।

‘আমি বিগ টিকিট কেনা চালিয়ে যাব।’ উল্লেখ করে এই অভিজ্ঞতার মাধ্যমে তিনি আরও ভাগ্যবান হতে চান এবং অন্যদেরকেও ভাগ্য পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।