মোছা: আয়েশা আক্তার
________________________________________________
স্বাধীনতা কিন্তু, এমনি এমনি আসেনি
ছিনিয়ে এনেছে আমার বাবা
স্বাধীনতা মানে আমার নয়,আমাদের বেঁচে থাকা।
স্বাধীনতা মানে স্বপ্ন দেখতে শেখা
স্বাধীনতা মানে আমার সোনার দেশ গড়া।
কতশত ত্যাগের বিনিময়ে পেয়েছি,আমাদের স্বাধীনতা
স্বাধীনতা মানে আমাদের সবার, মিলেমিশে থাকা।
আমার দেশ, স্বাধীন দেশ স্বপ্নে যেন পাওয়া
স্বাধীনতা মানে অন্যায় কে, প্রশ্রয় না দেয়া।
বুক ফুলিয়ে বলতে পারি,স্বাধীনতা এনে দিল তারা
স্বাধীনতা মানে আমাদের সব কথা বলতে পারা
স্বাধীনতা মানে যখন আমাদের,যা খুশি তাই করা
এরই মাঝে খুঁজে পাই সুখ, এই আমাদের স্বাধীনতা।
আপনার মতামত লিখুন :