নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ মহানগর প্রজন্মলীগের সভাপতি ও প্রতিশ্রুতি সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি স্বর্ণালী বলেছেন – ‘‘স্বাধীন বাংলাদেশ কিভাবে পেয়েছি তা আমরা অনেকেই জানিনা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পশ্চিম পাকিস্তানীরা পূর্ব পাকিস্তান তথা আমাদের বাংলাদেশীদের উপর অমানুষিক নির্যাতন চালায়। সে রাতেই আমাদের স্বাধীন বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায় পাক হানাদার বাহিনী। তার কিছু সময় আগে বঙ্গবন্ধু স্বাধীনতা লেটারে স্বাক্ষর করেন। যা পরদিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রকাশ পায়। তখন থেকে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। টানা ৯ মাস যুদ্ধ শেষে একই বছরের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জনের মধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশ পাই এবং সেই থেকে ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছি।’’
বৃহস্পতিবার(১৪ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে ‘ঢাকারনিউজকে’কে দেয়া একান্ত সাক্ষাৎকার তিনি এসব কথা বলেন।
এ সময় এক প্রশ্নের জবাবে মহানগর যুব মহিলা লীগ নেত্রী স্বর্ণালী বলেন- ‘‘আমাদের দল তথা আওয়ামী সরকার প্রায় সকল ক্ষেত্রেই সফল, ব্যর্থতা নেই বললেই চলে। তবে বর্তমান সমাজে একটা জনগোষ্ঠী আছে যারা আমাদের সকল সফলতার বিরোধিতা করে থাকে। সেই জনগোষ্ঠীকে আমরা এখনও সঠিক পথে আনতে পারিনি। সম্ভবত এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা।’’
‘মার্চ মাস নারী দিবসের মাস’ উল্লেখ করে স্বর্ণালী আরো বলেন- ‘‘আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। যার ফলে পুরুষদের পাশাপাশি নারীরাও প্রতিটি সেক্টরে উল্লেখযোগ্য অবদান রাখছে।’’
আরেক প্রশ্নের জবাবে মাদক’কে তিনি করোনা ভাইরাসের চাইতেও বেশী খারাপ উল্লেখ করে বলেন- ‘‘প্রতিটি পাড়া মহল্লা থেকে এটিকে নির্মূল করতে হবে। একইসাথে মাদক বিক্রেতারা যাতে সহলে জামিন না পায়, সেই ব্যবস্থা করতে হবে।’’
ভিডিও সংবাদটি দেখতে নিচের লিংকে করুন-
আপনার মতামত লিখুন :