মহীতোষ গায়েন
______________________________________
এয়ারপোর্ট থেকে সল্টলেক,সল্টলেক থেকে বিকাশভবন,সেখান থেকে যাদবপুর,চোখ,মুখ,
মাথা এগিয়ে চলছে,তারপর চায়ে চুমুক,ঝালমুড়ি,
স্টেশন,জনসংযোগ,ট্রেন আসে,মানুষ-পাখি ফেরে।
মাথা থেকে শব্দ,শব্দ থেকে বাক্য ,মিশে যায়
জনপথে, জনপথে ভগবান,জনপথে মানুষ;
পরিক্রমা চলছে,হচ্ছে ঘটনা,কিছুটা রটনা ,
বেশিটাই পর্যবেক্ষণ,পরিকল্পনা,ছক ভাঙা গান।
বৃষ্টিতে ভিজছে মাথা,চোখ,মুখ,নাক ,কান,বুদ্ধি…
বুদ্ধিরা খেলছে,ভাবাচ্ছে,নাড়াচ্ছে,আবার তুলছে ,
কদম গাছে এসে বসছে পাখি,ছাতার নীচে জোড়া মাথা,হঠাৎ কানে এলো,’ও মশাই সবটাই রাজনীতি’।
বিশ্বাস করুন,সবটুকু রাজনীতি নয়,অনেকটাই জননীতি,আছে সাহিত্য,সংস্কৃতি,বোধ,মূল্যায়ন,
বৃষ্টি থেমে গেলে,সন্ধ্যা ঘনিয়ে রাত্রি নামবে,অনেক
কিছু হবে,থেমে যাবে,গান,ভাষা,মানুষ অমর রবে।
আপনার মতামত লিখুন :