• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

অমরত্ব


প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৪, ১২:৩০ AM / ১০০
অমরত্ব

মহীতোষ গায়েন

______________________________________

এয়ারপোর্ট থেকে সল্টলেক,সল্টলেক থেকে বিকাশভবন,সেখান থেকে যাদবপুর,চোখ,মুখ,
মাথা এগিয়ে চলছে,তারপর চায়ে চুমুক,ঝালমুড়ি,
স্টেশন,জনসংযোগ,ট্রেন আসে,মানুষ-পাখি ফেরে।

মাথা থেকে শব্দ,শব্দ থেকে বাক্য ,মিশে যায়
জনপথে, জনপথে ভগবান,জনপথে মানুষ;
পরিক্রমা চলছে,হচ্ছে ঘটনা,কিছুটা রটনা ,
বেশিটাই পর্যবেক্ষণ,পরিকল্পনা,ছক ভাঙা গান।

বৃষ্টিতে ভিজছে মাথা,চোখ,মুখ,নাক ,কান,বুদ্ধি…
বুদ্ধিরা খেলছে,ভাবাচ্ছে,নাড়াচ্ছে,আবার তুলছে ,
কদম গাছে এসে বসছে পাখি,ছাতার নীচে জোড়া মাথা,হঠাৎ কানে এলো,’ও মশাই সবটাই রাজনীতি’।

বিশ্বাস করুন,সবটুকু রাজনীতি নয়,অনেকটাই জননীতি,আছে সাহিত্য,সংস্কৃতি,বোধ,মূল্যায়ন,
বৃষ্টি থেমে গেলে,সন্ধ্যা ঘনিয়ে রাত্রি নামবে,অনেক
কিছু হবে,থেমে যাবে,গান,ভাষা,মানুষ অমর রবে।